ড. মুহাম্মাদ ইবরাহীম আন নাঈম
ড. মুহাম্মাদ ইব্ন ইবরাহীম আন-নাঈম আরব-বিশ্বের প্রখ্যাত শায়খদের অন্যতম। তিনি একাধারে কুরআনুল কারীমের অতীশ্রুতিমধুর তেলাওয়াতকারী, দাঈ, ঈমাম ও খতীব। তিনি ১৩৭৮ হিজরী ১ রজব জন্মগ্রহণ করনে। ২০০১ ঈসায়ী মিসরের ইস্কান্দারিয়্যাহ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে (Financing in the Agricultural Sector) পিএইচডি ডিগ্রি লাভ করনে। ১৪২৮-৩২ হিজরী সৌদি আরবের আল আহসায় অবস্থিত কিং ফায়সাল বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে জর্দানে অবস্থান করনে। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি ইন্তিকাল করেন। ড. নাঈম আরবী ভাষায় বহু গ্রন্থ রচনা করে গেছেন। দুনিয়ার স্বল্পস্থায়ী জীবনে বহুমুখী নেকী অর্জনকারী আমলের মাধ্যমে অনন্ত আখিরাতের পাথেয় সংগ্রহ করার বিষয়টিই তার রচনাবলির মূল প্রতিপাদ্য।
- Male
- 0
No products were found matching your selection.