উম্মুল মুমিনীন সাইয়্যিদা খাদীজাহ রা জীবন ও কর্ম

পৃষ্ঠা সংখ্যা : 184
Cover : হার্ডবাধাঁই
মানবতার ইতিহাসে কিছু এমন অনন্য ব্যক্তিত্ব আছেন, যাঁদের জীবন আলোকবর্তিকার মতো পথ দেখায়। তাঁদেরই একজন, ইসলাম গ্রহণে সৃষ্টিকুলের অগ্রজ, উম্মুল মুমিনীন সাইয়্যিদা খাদীজাহ রাদিয়াল্লাহু ‘আনহা। তাঁর জীবন ও কর্মের বিস্তারিত বিবরণ নিয়ে রচিত "উম্মুল মুমিনীন সাইয়্যিদা খাদীজাহ রা. (জীবন ও কর্ম)" বইটি আমাদের জন্য এক অমূল্য সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও ত্যাগের দৃষ্টান্ত এতটাই অসাধারণ ছিল যে, উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত তাঁর প্রতি ঈর্ষা করতেন। আয়েশা (রা.) নিজেই বলেছেন, "আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর প্রতি এতটুকু ঈর্ষা করিনি যতটুকু খাদীজাহ রাদিয়াল্লাহু আনহার প্রতি করেছিলাম। অথচ আমি তাঁকে দেখিনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তাঁর কথা আলোচনা করতেন... তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, “তুমি জানো না, খাদীজাহ কেমন ছিলেন! তিনি এমন-তেমন ছিলেন না। তিনি আমাকে সহানুভূতি দিয়েছেন, আমার সন্তানদের জননী হয়েছেন।” ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাঁকে বর্ণনা করেছেন একজন নিখুঁত ও পূর্ণাঙ্গ নারী হিসেবে, যিনি ছিলেন বিচক্ষণ, সম্মানিতা, দীন-অন্তপ্রাণ, পবিত্রা ও উদারহস্ত। এই বইটিতে আবদুল হামীদ মাহমুদ তহমায-এর মূল গ্রন্থনা থেকে মিজানুর রহমান ফকির (দাওরায়ে হাদিস, বিএ (অনার্স), এমএ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; প্রভাষক, মোহনগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, নেত্রকোণা) এর সাবলীল অনুবাদে ফুটিয়ে তোলা হয়েছে খাদীজা (রা.) এর কর্মময় জীবন। শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (পি.এইচ.ডি. (আকীদা), ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা মুনাওয়ারা; অধ্যাপক, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ) এর নিপুণ সম্পাদনা বইটিকে আরও নির্ভরযোগ্য ও মানসম্মত করেছে। খাদীজা (রা.) এর জীবন থেকে আমরা শিখি ধৈর্য, সহানুভূতি, দৃঢ়তা এবং আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগের মহিমা। এই বইটি পাঠ করে আপনি ইসলামের ইতিহাসে নারীর অনন্য ভূমিকা সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের জীবনে সেই মহান আদর্শের প্রতিফলন ঘটাতে অনুপ্রাণিত হবেন।
Price: 185.00 ৳ 265.00 ৳