শির্কমুক্ত ঈমান ও আমল গড়ি
লেখক :
ড. মোহাম্মদ ইমাম হোসাইন
প্রকাশক : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
পৃষ্ঠা সংখ্যা : 176
Cover : পেপারব্যাক
Edition : 1st Published, 2023
সারসংক্ষেপ : শির্কের অনেকগুলো মারাত্মক ক্ষতিকর দিক রয়েছে। মহান আল্লাহ শির্কের গুনাহ ক্ষমা করেন না। অন্যান্য গুনাহ মহান আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। শির্ক সবচেয়ে বড়ো জুলুম। শির্ককারীর জন্য মহান আল্লাহ তাঁর জান্নাতকে নিষিদ্ধ করবেন। মহান আল্লাহর ইবাদাতে শির্ক করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। ইবাদাত কবুলের শর্তই হলো,শির্কমুক্ত পরিপূর্ণ ইখলাস। যদি মহান আল্লাহর ইবাদাতে শির্ক থাকে,তাহলে আল্লাহ তা‘আলা তা কবুল করেন না। শির্ক করলে সব আমল বিনষ্ট হয়ে যায়। শির্ক দুধরনের হয়ে থাকে। শির্কে আকবার,যেমন- মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট দু‘আ করা,বিপদে-আপদে সাহায্য চাওয়া,জবেহ করা,সিজদা করা,মান্নত করা,রুকু‘ করা প্রভৃতি। এ ধরনের শির্ককারীর পরিণতি হলো- এ ব্যক্তি কাফির ও মুশরিক হয়ে যায়। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়। তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়,তার রক্ত ও সম্পদ হালাল হয়ে যায়। শির্কে আসগার,যেমন- মহান আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা; এভাবে বলা যে,“যদি আল্লাহ ও আপনি না থাকতেন” “আল্লাহ ও আপনি যা চান”; মুসলিমদের রিয়া বা লোক দেখানো ইবাদাত ইত্যাদি। কুরআন ও সুন্নায় এগুলোকে শির্ক হিসেবে নামকরণ করা হয়েছে,কিন্তু এ ধরনের শির্ককারী ইসলাম থেকে বের হয়ে যায় না। তবে কবীরা গুনাহ হবে। ঈমান ও আমলকে বিশুদ্ধ রাখতে হলে শির্ক সম্পর্কে জ্ঞানার্জন অত্যাবশ্যক। লুকমান ✈ তার সন্তানকে প্রথমে শির্ক সম্পর্কে সতর্ক করেছেন। নবী-রাসূলদের দা‘ওয়াতের মূল বিষয় ছিল শির্ক সম্পর্কে সতর্কীকরণ। এ গ্রন্থে সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় শির্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করি এ গ্রন্থটি শির্ক সম্পর্কে জ্ঞান অর্জনে ভাইবোনদের সহায়ক হবে ইনশাআল্লাহ। উক্ত গ্রন্থটি ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশক গ্রন্থটিকে সুন্দরভাবে প্রকাশের জন্য অনেক সময় ও শ্রম ব্যয় করেছেন। মহান আল্লাহ তাকে,তার প্রকাশনীকে এবং তার প্রচেষ্টাকে কবুল করুন। বইটি রচনার ক্ষেত্রে নির্ভুল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তদুপরি,মানুষ মাত্রই ভুল হতে পারে। সম্মানিত পাঠকের নিকট কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আমাদেরকে জানাবেন। পরবর্তীকালে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ উক্ত বইটিকে কবুল করুন। আমাদের সবাইকে শির্কমুক্ত তাওহীদি ঈমান ও আমল গড়ার তাওফীক্ব দিন। আমীন!
Price: 150.00 ৳
188.00 ৳
1 review for Umrah Soforer Golpo
5.0
Based on 1 review
Review for Sirk Mokto Emaan O Amol Gori
শির্কমুক্ত ঈমান ও আমল গড়ি