রক্তে ভেজা পা
এক সাহসী ব্যক্তি একবার বলেছিলেন, ‘যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কীভাবে?’
এদিকে আমাদের বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের অবস্থা হলো, তারা সস্তা ও চটুল কার্টুন দেখতে পেলেই খুশি! আমরাও তৃপ্ত তাদের আনন্দ দেখে! ব্যস! এভাবেই কাটছে আমাদের সকলের দিন এবং রাত, সকাল এবং সন্ধা।
তবে অদ্ভুত হলেও সত্য, আবার আমরা এ-ও ভাবি—যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আরেকজন খালিদ বিন ওয়ালিদ কেন তৈরি হচ্ছে না আমাদের প্রজন্মে! আমাদের ব্যর্থতা, লাঞ্চনা এবং অসহায়ত্বও কেন শেষ হচ্ছে না!
অদ্ভুত না ব্যাপারটা?
একটি শিশু হলো চারাগাছের মতো। আপনি তাকে যেভাবে যত্ন নিয়ে গড়ে তুলবেন, সে ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাকে যতটুকু সাহসী করে তুলবেন, সে ততটুকু সাহস নিয়েই জীবনে বেড়ে উঠবে। তার ছোট্ট হৃদয়ে আপনি যে সৌরভের ছোঁয়া দিবেন, সে ঠিক সেই সৌরভ নিয়েই জীবনভর নিজেকে ও তার চারপাশকে মাতিয়ে রাখবে।
নাশাত প্রকাশিত কিশোর গল্পগ্রন্থ ‘রক্তে ভেজা পা’ শিশু-কিশোরদের জন্য রচিত এমনই এক সৌরভের নাম। তবে এই সৌরভ একটু ঝাঁঝালো।
কেননা এই সৌরভ—উম্মাহর সেই বীরদের গল্প, যারা সিংহের ভয় পেয়ে ছোটকালে নিজেরা ঘুমাতেন এবং তাদের ছোটদেরও ঘুম পাড়াতেন—যেন তারা ও তাদের পরবর্তী প্রজন্ম উম্মাহর সাহসী রাহবার হিসেবে সিংহের মতো পৃথিবীকে ঠিকে থাকে।
ইতিহাস সাক্ষী, বাস্তবে হয়েছিলোও ঠিক তাই!
হাসান জুনাইদ রচিত ‘রক্তে ভেজা পা’ সেই দুঃসাহসী মানুষদের জীবন থেকে নেওয়া সাতটি ঐতিহাসিক কিশোরতোষ গল্পেরই বর্ণিল আয়োজন।
কওমে সামুদ, সালেহ আলাইহিস সালাম, হজরত মুসা ও ফেরাউনসহ ইসলামের মহান কিছু ঐতিহাসিক শিক্ষণীয় গল্প বইটিতে তুলে আনা হয়েছে কিশোরদের মনের মতো করে। যেন তারা তাদের অনাগত ভবিষ্যতে সাহসী হবার মতো কিছু অনুপ্রেরণা পায়।
এবার আমাদের ঠিক করে নিতে হবে, আমাদের শিশু-কিশোরদের মনে আমরা ঠিক কীরকম স্বপ্ন বুনে দিতে চাই!
Price: 112.00 ৳
160.00 ৳
1 review for Umrah Soforer Golpo
5.0
Based on 1 review
Review for Rokte Veja Pa
রক্তে ভেজা পা