মওলানা ভাসানী। সরল জীবনযাপনই যার তৃপ্তি, নির্মোহ রাজনীতিই যার বৈশিষ্ট্য, আত্মত্যাগীই যার পরিচয়, রাজনীতির মঞ্চে তুফান ওঠানো উচ্চারণই যার স্বাদ, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ভূকম্পিত হুংকারই যার অস্তিত্ব, মজলুমদের পক্ষে বলিষ্ঠ পদক্ষেপই যার লক্ষ্য, জমিদারদের মিছে অহমিকা তছনছ করাই যার মিশন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী গ্রন্থে এসব বিষয়ই তুলে ধরা হয়েছে। যারা দেশ, জাতি ও পৃথিবীর সেবায় আত্মনিয়োগ করতে ইচ্ছুক, তাদের জন্য এ গ্রন্থে রয়েছে নেওয়ার মতো অনেককিছু।