হজ্জ ও উমরার দিশারী

পৃষ্ঠা সংখ্যা : 112
Cover : পেপারব্যাক
হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। স্বয়ং নাবী (সাঃ) বলেছেন, "তোমরা আমার কাছ থেকে হজ্জের মাসায়েল শিখে নাও।" কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক হাজী সাহেবই হজ্জ বা উমরায় কী কী করণীয় বা কী কী বর্জনীয়, সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। এর ফলে তাঁদের হজ্জ ত্রুটিপূর্ণ থেকে যায়, কখনো দমের (ক্ষতিপূরণমূলক কুরবানি) প্রয়োজন হয়, আবার কখনো সম্পূর্ণ হজ্জই বাতিল হয়ে যায় – অথচ তাঁরা তা বুঝতেই পারেন না। এই গুরুতর সমস্যার সমাধানে শাইখ আব্দুর রাকীব মাদানী রচনা করেছেন "হজ্জ ও উমরার দিশারী" বইটি। মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় এবং তায়েফে দাঈ হিসাবে কর্মরত থাকাকালীন হাজীদের মাঝে আলোচনা ও তা'লীম দিতে গিয়ে লেখক এই শূন্যতা অনুভব করেছেন। এই ছোট্ট পুস্তিকাটিতে হজ্জ ও উমরার প্রয়োজনীয় সব মাসায়েলকে সহীহ ও প্রমাণভিত্তিক দলীলসহ সংক্ষিপ্তাকারে তুলে ধরা হয়েছে। আপনার হজ্জ যাতে নাবী মুহাম্মাদ (সাঃ) এর দেখানো পন্থায় সহীহভাবে আদায় হয় এবং আপনি হজ্জে মাবরুর লাভ করতে পারেন, সেই লক্ষ্যেই এটি রচিত। বইটিতে প্রয়োজনীয় দুআগুলো বাংলা উচ্চারণ সহ উল্লেখ করা হয়েছে, যদিও লেখকের সতর্কবাণী রয়েছে যে, আরবির সঠিক উচ্চারণ বাংলা হরফে পুরোপুরি সম্ভব নয়। তাই শুদ্ধ তিলাওয়াত জানা কারো কাছ থেকে সঠিক উচ্চারণ জেনে দুআ মুখস্থ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বইটি সংক্ষিপ্ত, তবে হজ্জ ও উমরার সকল প্রয়োজনীয় আমল এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি কোনো হাজী সাহেব এই বইয়ে বর্ণিত নিয়মানুসারে তাঁর হজ্জ ও উমরাহ আদায় করেন, তবে আশা করা যায়, ইন-শাআল্লাহ তাঁর হজ্জটি হবে নাবী মুহাম্মাদ (সাঃ) এর দেখানো পন্থায় এবং তিনি হজ্জে মাবরুরের আশা করতে পারেন।
Price: 70.00 ৳ 100.00 ৳