দুই ফালি চাঁদ
দুই ফালি চাঁদ-এ আমি দুজন কিশোরের গল্প বলতে চেয়েছি।
শোনাতে চেয়েছি অবিশ্বাসের মায়াজাল থেকে বিশ্বাসের মহাসড়কে উঠে আসা এক কিশোরের আখ্যান। গল্পের ভাষা সাবলীল সহজ অনায়াস ও কৈশোরিক রাখতে তেমন বিশেষ কোনো কসরত করিনি। ফলে সিদ্ধান্ত নিতে পারছি না—দুই ফালি চাঁদ ঠিক কোন জনরাতে নিয়ে ফেলা যায়! উপন্যাস নাকি কিশোর উপন্যাস! এ ভার আমি পাঠকের হাতেই ছেড়ে দিচ্ছি।
বরাবরের মতোই বইটির প্রকাশে এগিয়ে এসেছেন আমার পরম প্রিয় প্রকাশক আহসান ইলিয়াস। তার প্রতি কৃতজ্ঞতা। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করে দেবার জন্য হামীম কেফায়েতের জন্য রইলো বাড়তি ভালোবাসা। আর যেসকল পাঠক বারংবার তাগাদা দিয়ে বইটির প্রকাশ ত্বরান্বিত করেছেন তাদের সকলের জন্য রইলো বিশেষ শুভেচ্ছা। আল্লাহ তাদের সবার ভালো করুন। দুই ফালি চাঁদ তার পাঠকের কাছে পৌঁছে যাক—প্রত্যাশা।
শোনাতে চেয়েছি অবিশ্বাসের মায়াজাল থেকে বিশ্বাসের মহাসড়কে উঠে আসা এক কিশোরের আখ্যান। গল্পের ভাষা সাবলীল সহজ অনায়াস ও কৈশোরিক রাখতে তেমন বিশেষ কোনো কসরত করিনি। ফলে সিদ্ধান্ত নিতে পারছি না—দুই ফালি চাঁদ ঠিক কোন জনরাতে নিয়ে ফেলা যায়! উপন্যাস নাকি কিশোর উপন্যাস! এ ভার আমি পাঠকের হাতেই ছেড়ে দিচ্ছি।
বরাবরের মতোই বইটির প্রকাশে এগিয়ে এসেছেন আমার পরম প্রিয় প্রকাশক আহসান ইলিয়াস। তার প্রতি কৃতজ্ঞতা। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করে দেবার জন্য হামীম কেফায়েতের জন্য রইলো বাড়তি ভালোবাসা। আর যেসকল পাঠক বারংবার তাগাদা দিয়ে বইটির প্রকাশ ত্বরান্বিত করেছেন তাদের সকলের জন্য রইলো বিশেষ শুভেচ্ছা। আল্লাহ তাদের সবার ভালো করুন। দুই ফালি চাঁদ তার পাঠকের কাছে পৌঁছে যাক—প্রত্যাশা।
Price: 98.00 ৳
140.00 ৳
1 review for Umrah Soforer Golpo
5.0
Based on 1 review
Review for Dui Fali Chad

দুই ফালি চাঁদ