দ্বীন কায়েমের নববি রূপরেখা
.
ইসরার আহমাদ কুরআনের ভাষ্যকার ও বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। দ্বীন কায়েমের পদ্ধতি সম্পর্কে তিনি সতন্ত্র চিন্তাধারা ব্যক্ত করেছেন। প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির জোরালো সমালোচকদের একজন তিনি। ছাত্রজীবনে তিনি ছিলেন নিখিল পাকিস্তান জমিয়তে তালাবার নাজিমে আলা (কেন্দ্রীয় সভাপতি)। পরে প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ প্রশ্নে মতবিরোধের সূত্র ধরে জামায়াত ইসলামি থেকে আলাদা হয়ে যান। তিনি মাওলানা মওদূদি রহ.-এর স্ট্রাটেজিরও সমালোচনা করেছেন, কিন্তু কখনও আদবের খেলাফ করেননি।